Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০২০

প্রকল্প পরিচালক

 

জনাব মোঃ রুহুল আমিন খান ১৯৬৬  সালের ৩১ ডিসেম্বের  নভেম্বর ঠাকুরগাঁও জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মোঃ মোকলেসুর রাহমান খান ।  জনাব রুহুল আমিন খান ঢাকা  বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৮ সালে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভের পর ১৯৯৩  সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরিতে যোগদান করেন।

তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পদে যথাঃ সহকারি কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট,  রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তিনি স্থানীয় সরকার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে  অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। 

তিনি ১২  অগাস্ট  ২০১৮  তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে "স্কুল ফিডিং প্রোগ্রাম" এ প্রজেক্ট ডিরেক্টর পদে যোগদান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদমরজাদার কর্মকর্তা।  
তিনি মার্কিন যুক্তরাষ্ট্র,  ফিলিপাইনস, ভিয়েতনাম, থাইল্যান্ড, ভারতসহ অন্যান্য দেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ ও বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন। 

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী ... একজন গৃহীনি। জনাব রুহুল আমিন  দুই পুত্র সন্তানের জনক।
Share with :

Facebook Facebook